eibela24.com
বুধবার, ২৪, জানুয়ারি, ২০১৮
 

 
শিবগঞ্জে  চোরাচালানকৃত মোবাইল সেটসহ আটক ১
আপডেট: ১০:৪০ pm ১১-০১-২০১৭
 
 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার থেকে ৬টি চোরালানকৃত মোবাইল সেট সহ একজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ বাজারের “রাইট চয়েস টেলিকম” এর মালিক ও উপজেলার সেলিমাবাদ এলাকার আসগারের ছেলে আলিম দাদ রানা(২৭)।

র‌্যাব জানান, জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারের “রাইট চয়েস টেলিকম” নামক মোবাইলের দোকানে একজন অসাধূ চোরাকারবারী শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় তৈরী এ্যান্ড্রয়েড মোবাইল ফোন অসাধুভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। 

ওই সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ নূরে আলম এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান চালিয়ে  মোঃ আলিম দাদ রানা (২৭) কে অবৈধভাবে চোরাইপথে চোরাচালানের ৬টি ভারতীয় তৈরী এ্যান্ড্রয়েড মোবাইল সেট আটক করে করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতব্যক্তি দীর্ঘদিন যাবৎ তার নিজ মোবাইলের দোকানে অবৈধভাবে চোরাইপথে চোরাচালানের মাধ্যতে আনীত ভারতীয় সহ বিভিন্ন দেশের তৈরী বিভিন্ন ব্যান্ডের এ্যান্ড্রয়েড/স্মার্ট ফোন বিক্রয় করার কথা স্বীকার করে। উপরোক্ত পৃথক দুটি বিষয়ে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এইবেলাডটকম/ইমরান/গোপাল