eibela24.com
বুধবার, ২৪, জানুয়ারি, ২০১৮
 

 
যশোরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন
আপডেট: ১০:০৫ pm ১১-০১-২০১৭
 
 


যশোর: যশোরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেছেন দেশটির বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বুধবার ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনির, নাবিল আহমেদ ও স্বপন ভট্টাচার্য্য, যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত দাস শান্ত, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান।

স্বাগত বক্তব্য দেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আন্তর্জাতিক বিভাগের চিফ জেনারেল ম্যানেজার সুজিত কুমার ভার্মা।উদ্বোধন অনুষ্ঠানে শ্রিংলা বলেন, “গত বছর আমরা প্রায় ১০ লাখের কাছাকাছি ভিসা দিয়েছি যা রেকর্ড পরিমাণ।”

যশোরের এ ভিসা কেন্দ্র বাংলাদেশের ১২তম কেন্দ্র জানিয়ে তিনি বলেন, বিশ্বে যে কোনো জায়গার তুলনায় বাংলাদেশে এ সংখ্যা সর্বোচ্চ। এটি শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্কের স্মারক।

গত ২৬ ডিসেম্বর যশোর শহরের বারান্দিপাড়ায় যশোর-নড়াইল সড়কের পাশে এ ভিসা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। যশোর ছাড়াও নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের মানুষ এখান থেকে সুবিধা পাবেন।

 

এইবেলাডটকম/পিসি