eibela24.com
সোমবার, ১৯, ফেব্রুয়ারি, ২০১৮
 

 
সবচেয়ে বড় ক্লাস নিয়ে বিশ্ব রেকর্ড গড়লো জাফর ইকবাল
আপডেট: ০২:১১ pm ১১-০১-২০১৭
 
 


শিক্ষা ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস নিলেন জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার থানার মাঠে বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হয়ে স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান ও আইসিটি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাসটি শেষ হয় দুপুর সোয়া একটায়।

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস হিসেবে নাম লেখাতে সেখানে জড়ো হয় ৩ হাজার ২শ’ জন শিক্ষার্থী। আন্তর্জাতিক মানের সুবিধা সম্পন্ন শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয় এই বিশাল পরিসরের পাঠদান।