eibela24.com
মঙ্গলবার, ২০, ফেব্রুয়ারি, ২০১৮
 

 
যে খাবারে শরীরে বাসা বাঁধছে মরণ ব্যাধি
আপডেট: ১২:৩৭ pm ০৮-০১-২০১৭
 
 


স্বাস্থ্য ডেস্ক: রেস্তরাঁয় গিয়ে গ্রিল চিকেন, কাবাব খেতে কে না ভালবাসে। পুরুষদের পাশাপাশি নারীরাও এধরণের খাবার খেতে কিছু কম যান না।

কিন্তু নিজের অজান্তেই এধরনের খাবার খেয়ে স্তন ক্যানসারের বীজ বপন করছেন আপনি?সম্প্রতি, আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা গেছে পোড়া মাংস কিংবা স্মোকি মাংসই এই বেস্ট ক্যানসারের সম্ভাবনা বাড়ায়।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৫০৮ জন নারীর উপর করা একটি সমীক্ষায় ৫৯৭ জনের মৃত্যুর কারণ চিহ্নিত করা গেছে।

যাদের মধ্যে ২৩৭ জনের মৃত্যুর কারণই হল স্তনের ক্যানসার।তাহলে যারা রেস্তরাঁয় গিয়ে বেশিরভাগ সময়ই গ্রিল চিকেন কিংবা স্মোকি চিকেন খেতে ভালবাসেন, সেই সমস্ত নারীরা বুঝতে পারছেন তো আপনি নিজের অজান্তেই কিভাবে ব্রেস্ট ক্যানসার নামক এই মরণ রোগের বীজ বপণ করছেন।

এইবেলাডটকম/এবি