eibela24.com
শনিবার, ২১, সেপ্টেম্বর, ২০২৪
 

 
মির্জা ফখরুল ও আব্বাস আজ মুক্তি পাচ্ছেন
আপডেট: ০৪:০৭ pm ০৯-০১-২০২৩
 
 


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস আজই মুক্তি পাচ্ছেন বলে  বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। 

সোমবার দুপুরে এই বিষয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেন, হাইকোর্টের জামিন আদেশ কপি হাতে পেয়েছেন আইনজীবীরা। আমরা এখন কেরানিগঞ্জ কারাগারে উদ্দেশে রওনা করছি।

এর আগে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হওয়া নাশকতার মামলায় কারাবন্দি বিএনপির শীর্ষ দুই নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। রবিবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। বিএনপির দুই নেতার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এএম মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল ও সগীর হোসেন লিয়ন।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের পর ৮ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে সাদা পোশাকে ডিবি পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায়।

এইবেলাডটকম/মভশ