eibela24.com
রবিবার, ২৮, মে, ২০২৩
 

 
মেসিকে নিয়ে করা টুইট ডিলিট করল কেন ফিফা.........?
আপডেট: ০১:৩২ pm ২২-১২-২০২২
 
 


 লিওনেল মেসিকে সর্বকালের সেরা ঘোষণা করেও টুইট ডিলিট করল ফিফা (ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা )। 

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব স্তরে সব ট্রফি জেতায় সেরা কে বাছাই করতে বিশ্বকাপকেই মানদণ্ড হিসেবে নিয়েছিল ফিফা। বিশ্বকাপের পর ফিফার সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি করা হয়। 

মেসির একটি ছবি দিয়ে তাতে লেখা হয়, “গ্রেটেস্ট অব অল টাইম"। ফুটবলের সেরা ট্রফিটা ওর ঝুলিতে। সঠিক উত্তরাধিকারী। আর্জেন্টিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে। মেসি বিশ্বকাপের সেরা ফুটবলার। 

কিন্তু তারপরই বিতর্কের ঝড় ওঠে। সরব হয় রোনালদো ভক্তরা। এরপরই বিপাকে পড়ে সেই টুইট ডিলেট করে দেয় ফিফা। 

সূত্র: ডেইলি মেইল, মিরর অনলাইনগিভমিস্পোর্টটকস্পোর্ট

এইবেলাডটকম/বম