eibela24.com
সোমবার, ১০, ফেব্রুয়ারি, ২০২৫
 

 
কাওরান বাজারে প্রতিদিন ব্যবসায়ীদের কাছে প্রতারণার স্বীকার হচ্ছেন ক্রেতারা
আপডেট: ১১:০৯ pm ২১-১২-২০২২
 
 


কোভিড -১৯ এর পরবর্তী বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তার চরম প্রকটতা আমরা অনুভব করেছি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে অনিয়ন্ত্রিতভাবে। একদিকে ডলার এবং টাকার মানের পার্থক্য অপরদিকে ব্যবসায়ী সিন্ডিকেট। মানুষের ব্যয় বেড়েছে কিন্তু আয় আগের মতোই রয়েছে।  মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ গুলোই এই নিদারুণ অবস্থার সম্মুখীন হচ্ছে। এতোকিছুর পর সাধারণ মানুষ পণ্যের দাম একটু কম হবে ভেবে পাইকারী মার্কেটের দিকে ছোটে কিন্তু সেখানেই যদি খুচরা মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করে ক্রতাকে ঠকতে হয় তখন মড়ার উপর খাড়ার ঘা'ই এসে পড়ে। ঠিক এমনটাই হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারী বাজার 'কাওরান বাজারে'। এইবেলার নিজস্ব প্রতিবেদক সংবাদ সংগ্রহকালে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য  কাওরান বাজারে অনেক ক্রেতার সাথে কথা বলেন। সেখানে ক্রেতারা নানা অভিযোগ জানায়। পাইকারি দোকান বলে খুচরা ক্রেতাকে অধিক দামে পণ্য কেনার ছলে ফেলে ঠকানো হয়। কোন পণ্যের গায়ে মূল্য নির্ধারণ করা নেই যার কারণে ব্যবসায়ীরা নিজেদের মনের মতো দাম বলে কথার ছলে ফেলে ক্রতাকে ঠকায়। নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক ক্রেতার সাথে এইবেলার কথা হয়।