eibela24.com
মঙ্গলবার, ২৯, নভেম্বর, ২০২২
 

 
ভারতে পাওয়া গেল ১ কোটি ২০ লাখ রুপির হীরা
আপডেট: ০৪:১৬ pm ২২-০২-২০২২
 
 


ভারতের মধ্যপ্রদেশের একটি খনি থেকে ২৬.১১ ক্যারটের মূল্যবান একটি হীরক খণ্ড খুঁজে পেয়েছেন কয়েকজন খনি শ্রমিক।

সোমবার সুশীল শুকলা ও তার সঙ্গীরা পান্না জেলার কৃষ্ণ কল্যাণপুর এলাকার সংকীর্ণ একটি খনিতে মূল্যবান হীরাটি খুঁজে পান।

পান্না জেলার একজন কর্মকর্তা জানান, হীরাটি নিলামে তোলা হলে ১ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাওয়া যেতে পারে।

মূল্যবান রত্নটি কয়েক দিনের মধ্যেই নিলামে তোলা হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের কর ও অন্যান্য ব্যয় বাবদ অর্থ পরিশোধের পর বাকি অর্থ সুশীল ও তার সাথীদের হাতে তুলে দেয়া হবে।

সুশীল ও তার পরিবারের প্রায় সবাই খনিতে কাজ করেন প্রায় ২০ বছর ধরে। তবে এর আগে এমন মূল্যবান পাথর পাওয়া যায়নি বলে জানায় তারা।

এই হীরা বিক্রি করে পাওয়া অর্থ  দিয়ে তারা নতুন ব্যবসা শুরু করবেন। সূএ: এনডিটিভি

নি এম/

 

বিজ্ঞাপ