ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিবির পৌর শহরের উত্তর গোপালপুরের। প্রতিকার চেয়ে ভুক্তভোগী যুবক মঙ্গলবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তিন বছর আগে ওপেন উড়াও নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবক পাঁচবিবির বালিঘাটা বাজারের দাদন ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকে ২৮ হাজার টাকা ঋণ নেন। এ পর্যন্ত তিন লাখ টাকা পরিশোধ করেও শোধ হয়নিসেই ঋণ। টাকা গ্রহণের সময় ব্যাংকের ফাঁকা চেক, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় শফিকুল।
ওপেন উড়াও জানান, টাকা পরিশোধ করে স্বাক্ষর করা চেক ও স্ট্যাম্প ফেরত চাইলে শফিকুল সেগুলো না দিয়ে উল্টো ওই কাগজে লাখ টাকার অংক বসিয়ে উকিল নোটিশ পাঠায়।
অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, আমার নামে এসব অভিযোগ মিথ্যা। তবে জমি বিক্রির জন্য আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিল ওপেন।
পাঁচবিবির ইউএনও বরমান হোসেন বলেন, এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নি এম/