eibela24.com
মঙ্গলবার, ২১, সেপ্টেম্বর, ২০২১
 

 
আগামী ৩ দিন কমতে পারে রাতের তাপমাত্রা
আপডেট: ০৩:১০ pm ১৯-০২-২০২১
 
 


দেশের তাপমাত্রা গত কয়েকদিন ধরেই ক্রমাগতভাবে বাড়ছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে। আজও দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিন দিনে কমতে পারে রাতের তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়, সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

নি এম/