eibela24.com
রবিবার, ২৮, মে, ২০২৩
 

 
ফুলবাড়ীতে চলন্ত অটোবাইক থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
আপডেট: ০৫:০৫ pm ৩০-১১-২০২০
 
 


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলন্ত অটোবাইক হতে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার  দুপুর দেড়  টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেঁজুরের তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শান্তি রাণী রায় (৩৪) । তিনি একই ইউনিয়নের চৌকিদার টারী গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মনের স্ত্রী। 

নিহতের স্বজন ভাসুর মনিন্দ্র নাথ রায় ও সন্তোষ চন্দ্র রায়  জানান, আত্মীয়ের বাড়ী যাওয়ার জন্য পরিবারের কয়েকজনসহ অটোতে করে উলিপুর যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে অটোবাইকটি খেঁজুরের তল এলাকায় রাস্তায় মোড় নেবার সময় চলন্ত অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শান্তি রাণী রায়।পরেে তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম শান্তি রাণী রায়কে মৃত ঘোষনা করেন। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নি এম/রতি