eibela24.com
রবিবার, ০৭, মার্চ, ২০২১
 

 
দল ঘোষণা করেছে কাতার
আপডেট: ০৪:৩২ pm ৩০-১১-২০২০
 
 


বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে কাতার। অভিজ্ঞরাই প্রাধান্য পেয়েছেন। আর বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচের পর একদিনের বিশ্রামে ফুটবল থেকে দূরে কাটিয়েছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের প্রস্তুত করতে যথেষ্ট সময় পেয়েছেন কোচ ফেলিক্স সানচেজ। নিজের সেরা ২৩ বেছে নিয়েছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ফিরতে, অভিজ্ঞদের উপরই ভরসা রাখছেন কাতারের স্প্যানিশ কোচ।

নিবিড় অনুশীলনে শুধু ট্যাকটিস ঠিক করাটাই বাকি। বিশ্বকাপের স্বাগতিক হওয়ায়, কাতারের জন্য লক্ষ্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া। বাছাইপর্বে ই’গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

দোহার আল দুহাইল স্পোর্টস ক্লাবের আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর ম্যাচ।

নি এম/