eibela24.com
শনিবার, ১৫, মে, ২০২১
 

 
ফুলবাড়ীতে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
আপডেট: ১১:৩৩ pm ২৬-১১-২০২০
 
 


কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাস্ক পড়ার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। নো মাস্ক নো এন্ট্রি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টায় ফুলবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। পথচারী, দোকান মালিক, যানবাহনের যাত্রীদের মুখে মাস্ক না থাকায় প্রতিজনকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করে ভ্রাম্যমান আদালত। মোট ২২ জনকে ২ হাজার ১ শ' টাকা জরিমানা করা হয়। এসময় সঙ্গে ছিলেন ফুলবাড়ী থানার ওসি তদন্ত সারোয়ার পারভেজ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত  ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ  জনসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

নি এম/রতি 

কুড়িগ্রাম প্রতিনিধি।