eibela24.com
বুধবার, ০৮, ডিসেম্বর, ২০২১
 

 
শালিখায় আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত 
আপডেট: ১০:১৯ pm ০৩-১১-২০২০
 
 


শালিখা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে'র সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বক্তিয়ার উদ্দিন লস্কর,সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ও মুন্সী আবু হানিফ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,জেলা পরিষদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে জেল হত্যা দিবসে প্রয়াত চার নেতা স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নি এম/দ্বীনবন্ধু