eibela24.com
শুক্রবার, ১৮, এপ্রিল, ২০২৫
 

 
কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
আপডেট: ১০:১৬ pm ০৩-১১-২০২০
 
 


কুড়িগ্রাম সদরের পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীতেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে পাঁচগাছী কলেজমোড়ে মানববন্ধনে স্থানীয়রাও অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক জীতেন্দ্রনাথ রায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও একটি চক্র তাদের স্বার্থ্য হাসিলের জন্য ষড়যন্ত্র করে সোমবার বিরুদ্ধে মানববন্ধন করে। তার নিন্দা প্রতিবাদ জানান বক্তারা। 

নি এম/রতি