eibela24.com
বৃহস্পতিবার, ২০, জানুয়ারি, ২০২২
 

 
জন্মদিনে ভক্তদের ভালোবাসায় আপ্লুত অমিতাভ
আপডেট: ০৪:৪২ pm ১১-১০-২০২০
 
 


৭৮ এ পা দিলেন অমিতাভ বচ্চন। বয়স শুধুমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়, তা বারবার প্রমাণ করে দিচ্ছেন অমিতাভ বচ্চন। আটাত্তরেও তিনি তরুণদের মতোই দিনরাত কাজ করছেন ক্যামেরার সামনে।

করোনাকাল, তাই জন্মদিনের বড় কোনো আয়োজন নেই এবছর। প্রতি বছর ‘জলসা’র সামনে হাজারো ভক্তের সমাগম হলেও এবার একেবারেই সুনসান। তবে সোশ্যাল মিডিয়া ভরে গেছে ভক্তদের হাজারও শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায়। তাই জন্মদিনের সকালেই ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ বচ্চন।

ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন পোস্টে অমিতাভ লিখেছেন, ‘আপনাদের ভালোবাসাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। এর বেশি আর কিছু চাওয়ার নেই।’ সেই সাথে নানা ভাষায় ধন্যবাদ লেখা একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

এর আগে অমিতাভ এক পোস্টে লিখেছেন, ‘কেবিসির কাজ করছি। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। এখন রেকর্ডিং এ। মধ্যরাত পর্যন্ত চলবে। মেহনত ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না।’

নি এম/