eibela24.com
মঙ্গলবার, ২৭, জুলাই, ২০২১
 

 
চীনকে অপছন্দ করে বিশ্বের বেশিরভাগ মানুষ: সমীক্ষা
আপডেট: ০৩:৫৮ pm ০৭-১০-২০২০
 
 


বিশ্বজুড়ে চীনের প্রতি বিরুপ মনোভাব তৈরি হয়েছে৷ শুধুমাত্র চীনের প্রতিবেশী দেশগুলো নয়, বিশ্বের উন্নতশীল দেশগুলোর পছন্দের তালিকায় নেই চীন৷ বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সেই মনোভাব জোড়ালো ভাবে ধরা পড়েছে৷ পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে৷

১৪টি দেশে এই সমীক্ষা চলেছে ১০ জুন থেকে ৩ অগাস্ট পর্যন্ত৷ এতে অংশ নিয়েছেন ১৪২৭৬ জন৷ টেলিফোনের মাধ্যমে হয় এই সমীক্ষা৷ তাতে দেখা গিয়েছে যে সকলেই চীনকে অপছন্দ করছেন৷ এবং এই ঘৃণার মাত্রা দিনদিন বেড়েই চলেছে৷ অস্ট্রেলিয়ায় ৮১ শতাংশ মানুষ চীনের প্রতি নেতিবাচক মনোভাব জানিয়েছেন৷ যা গত বছরের থেকে ২৪ শতাংশ বেড়েছে৷

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যিক ভাবেও শুরু রয়েছে চীনের সমস্যা৷ অস্ট্রেলিয়া ছাড়াও ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা থেকে চীনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে এবং তাই চীনকে অপছন্দ করছেন সেখানকার মানুষ৷ এছাড়াও এই তালিকায় রয়েছে কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া৷ বছরের শুরুতে হংকং-এ নতুন আইন প্রণয়ন ও পরে করোনা ভাইরাস নিয়ে সবার কাছে এখন শত্রু হিসেবে বিবেচিত হচ্ছে চীন৷

নি এম/