eibela24.com
শুক্রবার, ০২, ডিসেম্বর, ২০২২
 

 
কিংবদন্তী গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর প্রয়াত
আপডেট: ১১:১৯ pm ০৫-১০-২০২০
 
 


প্রয়াত কিংবদন্তী গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। সোমবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শক্তি ঠাকুর। আগেও একবার স্ট্রোক হয়েছিল। তারপর আবারও হৃদরোগে আক্রান্ত হন। রবিবার গভীর রাতের ফেসবুকে সেই দুঃসংবাদ দেন বড় মেয়ে মেহুলি ঠাকুর।

ফেসবুকে তিনি লেখেন, আমার বাবা আর নেই…। নেই। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট কয়েক ঘন্টার মধ্যেই চলে গেল আমার বাবা। কিচ্ছু করতে পারলাম না।

প্রথম জীবনে স্কুলে শিক্ষকতা করতেন শক্তি ঠাকুর। পরবর্তীকালে অভিনয় ও সংগীত জগতে পা রেখেছিলেন। ১৯৭৬ সালে তপন সিনহার ‘হারমোনিয়াম’ ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে গান গেয়েছিলেন। তারপর ক্রমশ জনপ্রিয়তা পেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়, অজয় দাস, আর ডি বর্মনের সুরে গেয়েছিলেন গান। উৎপল দত্তের সঙ্গে কাজ করেছিলেন। ‘দাদার কীর্তি’ ‘ভালোবাসা ভালোবাসা’-র মতো ছবিতেও অভিনয় করেছিলেন।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে শক্তি ঠাকুরের ছোট মেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি সুইজারল্যান্ডে আটকে পড়েছেন। তিনি দেশে ফিরতে পারেননি।

নি এম/