eibela24.com
বৃহস্পতিবার, ২০, জানুয়ারি, ২০২২
 

 
রাজ চক্রবর্তীর বাচ্চার জন্য মিমির উপহার
আপডেট: ০৩:৫৭ pm ০২-১০-২০২০
 
 


রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে যুবানের জন্য এবার উপহার পাঠালেন মিমি চক্রবর্তী। টলিউডের 'পাওয়ার কাপল'-এর ছোট্ট ছেলের জন্য ভালোবেসে উপহার পাঠান টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের পক্ষ থেকে শেয়ার করা হয় সেই ছবি।

রাজ-শুভশ্রীর ছেলের জন্য মিমির সেই উপহার দেখে উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা। পাশাপাশি যুবানকে ভালোবাসাও পাঠান প্রত্যেকে।

সম্প্রতি চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারে নতুন অতিথি যুবানের আগমন হয়। যুবানের জন্মের পর থেকেই সে সেলিব্রিটি হয়ে উঠতে শুরু করেছে। কখনো বাবার কোলে বসে আদর খেতে দেখা যায় তাকে, আবার কখনো মায়ের কোলে শুয়ে ছবি তুলতে দেখা যায় যুবানকে। 

মাসি দেবশ্রীর সঙ্গেও যুবানের ছবি ভাইরাল হয়। যুবানকে লেখা মাসির চিঠি দেখেও আপ্লুত হয়ে যান রাজ-শুভশ্রীর ভক্তরা। সব কিছু মিলিয়ে যুবান চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম 'স্টার কিড' বললে অত্যুক্তি হয় না। সূত্র : জিনিউজ।

নি এম/