eibela24.com
বৃহস্পতিবার, ৩০, মার্চ, ২০২৩
 

 
ঝালকাঠিতে ইট বোঝাই ট্রলি উল্টে কিশোরের মৃত্যু
আপডেট: ১০:১৭ pm ০১-১০-২০২০
 
 


ঝালকাঠিতে নিয়ন্ত্রন হারিয়ে ইট বোঝাই ট্রলি উল্টে কিশোর আসিফ হাওলাদারের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় ইট বোঝাই ট্রলি উল্টে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আসিফ হাওলাদার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মোহাম্মদ আলী হোসেন হাওলাদারের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নলছিটি উপজেলার প্রতাপ গ্রাম থেকে ইট বোঝাই করে একটি ট্রলি নিয়ে চালক সাইদুল হোসেন (১৬) ও তাঁর সহযোগী প্রতিবেশী আসিফ হাওলাদার রাজাপুরের দিকে যাচ্ছিল। বৈদারাপুর এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলি চালক ঘটনার পর থেকে পলাত রয়েছে। 

নি এম/রহিম