eibela24.com
বুধবার, ০৮, ডিসেম্বর, ২০২১
 

 
দূর্গা পূজায় তিনদিনের ছুটি সহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে নওগাঁর মানববন্ধন
আপডেট: ১১:৫৬ pm ২৫-০৯-২০২০
 
 


বাংলাদেশ হিন্দু পরিষদ ও হিন্দু যুব পরিষদ নওগাঁ জেলা শাখার যৌথ আয়োজনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে তিনদিনের ছুটি সহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় শুক্রবার সকাল ১০টায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ হিন্দু পরিষদ নওগাঁ জেলা শাখার আহ্বায়ক দিপক কুমার সরকার ও সদস্য সচিব যুগল চন্দ্র দেবনাথের নেতৃত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ধামইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা এক্কা, নজিপুর পৌরসভার কাউন্সিলর সুকুমার চন্দ্র দাস, পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ নওগাঁ জেলা শাখার আহ্বায়ক নয়ন কুমার, সদস্য সচিব সুপদ বর্মণ, তপন মন্ডল, পঙ্কজ কুমার ঘোষ প্রমূখ। 

নি এম/তানভীর