বরিশালে কিশোরদের ঝগড়া থামাতে গিয়ে দুই পক্ষের একজনের ঘুষিতে হেলাল উদ্দিন নামে মধ্যবয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোরকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর পুরানপাড়া এলাকায় মার্বেল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ওই ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভ্যানগাড়ি চালক। আটক কিশোর নগরীর পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ জানিয়েছে, মার্বেল খেলা নিয়ে স্থানীয় দুই দল কিশোরের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। তাদের থামাতে যায় স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন। এ সময় এক কিশোর তাকে ঘুষি দেয়। ঘুষি ঘাড়ে লাগলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হেলাল উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে এলাকাবাসী ওই কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কাউনিয়া থানা-পুলিশ পরিদর্শক মো. সগীর।
নি এম/