eibela24.com
শুক্রবার, ২৯, মার্চ, ২০২৪
 

 
কাশ্মীরে ৫০ হাজার মন্দির নির্মাণের কাজ শুরু 
আপডেট: ১১:৩২ pm ২১-০৯-২০২০
 
 


কাশ্মীরবাসীর জন্য বিরাট বড় সুখবর। জম্মু-কাশ্মীরে প্রায় ৫০ হাজার মন্দির নির্মাণের কাজ শুরু করেছে মোদী সরকার। পাশাপাশি, জরাজীর্ণ মন্দিরসমূহ পুনর্নির্মাণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই খবরে কাশ্মীরি পন্ডিতরা ভীষণ খুশি হয়েছেন। অভিবাসী পরিবারগুলির চোখেও আশার আলো দেখা দিয়েছে।

যদিও বিরোধীদের অভিযোগ, খুব শ্রীঘ্রই মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীরকে হিন্দু অধ্যুষিত অঞ্চলে হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এ লক্ষ্যেই প্রায় ৫০ হাজার মন্দির নির্মাণের কাজ শুরু করেছে।

কাশ্মীরি সংবাদমাধ্যমের সূত্রে খবর, জরাজীর্ণ মন্দিরসমূহ পুনর্নির্মাণ করা হচ্ছে। এর দ্বারা কার্যত আরএসএস ও বিজেপি সুপরিকল্পিত জম্মু-কাশ্মীরকে হিন্দুত্ববাদী অঞ্চলে পরিণত করতে চায়। অভিযোগ, মসজিদ ও মাজারগুলোকে টার্গেট করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে বলা হয়েছে, পুরনো ধর্মীয় স্থানসমূহের সংস্কার করা হচ্ছে।

উল্লেখ্য, সাত দশক পর গত ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু–কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। বিজেপির তরফে এটাকে ‘ঐতিহাসিক ভুলকে’ সংশোধন হিসেবে বিশেষায়িত করা হয়েছে।

নি এম/