eibela24.com
শনিবার, ২০, এপ্রিল, ২০২৪
 

 
১০০০ চীনা নাগরিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
আপডেট: ১১:০৯ pm ১০-০৯-২০২০
 
 


নিরাপত্তা ঝুঁকি থাকায় এক হাজারের বেশি চীনা শিক্ষার্থী ও গবেষকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়। 

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে চীনের সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা অনেক চীনা নাগরিকের যোগাযোগ রয়েছে। তখন চীনা নাগরিকদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক সম্পদ 'চুরি' করার অভিযোগ তুলেন ট্রাম্প।

এদিকে নাগরিকদের মার্কিন ভিসা বাতিলের বিষয় নিয়ে এখনো চীনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

জানা গেছে, ২০১৮-১৯ সালে প্রায় ৩ লাখ ৭০ হাজার চীনা শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে।

মার্কিন পররাষ্ট্রে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভিসা বাতিলের বিষয়ে বলেন , যারা চীনা কমিউনিস্ট পার্টির সামরিক আধিপত্যের লক্ষ্যকে এগিয়ে দিচ্ছে না আমরা সে সব বৈধ শিক্ষার্থী এবং গবেষকদের সবসময় স্বাগত জানাই।

নি এম/