eibela24.com
মঙ্গলবার, ১৬, আগস্ট, ২০২২
 

 
নেত্রকোনায় ট্রলার ডুবে ১১ জনের মৃত্যু
আপডেট: ০৪:৪৭ pm ০৯-০৯-২০২০
 
 


নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল  ১১ টায় কলমাকান্দা উপজেলার রাজনগর এলাকায় অবস্থিত গুমাই নদীতে এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে পাঁচ শিশু ও তিন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জের মধ্যনগর বাজার থেকে ৩২-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি নেত্রকোনার ঠাকুরকোনার উদ্দেশে সকাল ১০টার দিকে রওনা হয়। পথে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় গুমাই নদীতে বালুবাহী নৌকার সাথে ট্রলারটির ধাক্কা লাগে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নি এম/