eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০২৪
 

 
কথা দিয়ে কথা রেখেছেন মোদি 
আপডেট: ১০:২২ pm ২৩-০৮-২০২০
 
 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবে সম্পন্ন করছেন। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের আগে মোদি তার ছয়টি ভাষণে যেসব কথা দিয়েছেন তা রেখেছেন বলে গালফ নিউজে লিখেছেন ব্লুক্রাফট ডিজিটাল ফাউন্ডেশনের সিইও আখিলেশ মিশ্র।

প্রতিবেদনে তিনি লিখেন, ২০১৪ সালে মোদি তার প্রথম ভাষণে প্রতিজ্ঞা করেন প্রত্যেক ভারতীয়র জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। সেসময় ৫৮ শতাংশ ভারতীয়র তা ছিল। কিন্তু এখন প্রায় সব ভারতীয়র তা আছে। নতুন করে প্রায় ৪০০ মিলিয়ন নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে।

২০১৫ সালের ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের সকল গ্রামে বিদ্যুৎ দেওয়া হবে। এটি তফসিলের আগেই পূর্ণ করা হয় এবং এখন প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

মিশ্র আরো লিখেছেন, ২০১৬ সালে নতুন লক্ষ নির্ধারণ করা হয় যে ভারতের প্রতিটি বাড়ি হবে ধুমপান মুক্ত এবং গরীব মানুষদের জন্য স্বাস্থ্য বীমা।

এছাড়া মোদি তার ভাষণে এলএসি নিয়েও বক্তৃতা দেন যেখানে চীনের কথা উল্লেখ করেন।

মোদির জাতীয় অবকাঠামো মিশনের প্রশংসা করে মিশ্র বলেন, এতে দেশের ও বিদেশি অবকাঠামো লোকদের জন্য প্রচুর সুযোগ তৈরি হবে, বিশেষ করে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য।

এছাড়া ভারতে কৃষিক্ষেত্রে মোদির অবদানের প্রশংসা করেছেন মিশ্র।

নি এম/