eibela24.com
শনিবার, ২৪, জুলাই, ২০২১
 

 
ফের হাসপাতালে ভর্তি অমিত শাহ
আপডেট: ১১:৩০ pm ১৮-০৮-২০২০
 
 


ফের হাসপাতালে ভর্তি অমিত শাহ। সোমবার (১৭ অগাষ্ট) গভীর রাতে দিল্লির এইমস হাসপাতাল ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। 

কদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অমিত শাহ। তবে শুক্রবার রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু সোমবার ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। রক্তচাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসকষ্টও শুরু হয়। এরপর তড়িঘড়ি তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতাল সূত্রে খবর, অমিত শাহ এখন সুস্থ আছেন। এখন কদিন হাসপাতালে থেকেই কাজকর্ম চালাবেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে পড়ার কারণে রাম মন্দিরের ভূমি পূজাতেও উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে রাম মন্দিরের ভূমি পূজা হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি।

নি এম/