eibela24.com
শনিবার, ২৪, জুলাই, ২০২১
 

 
চিতলমারীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
আপডেট: ১১:০২ pm ১৫-০৮-২০২০
 
 


বাগেরহাটের চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আরম্ভ হয়। এসময় কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে তার পরিবারের নিহত সকলের জন্য রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক এর আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মাহাতাবুজ্জামান শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোবিন্দ মজুমদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
এছাড়া সকাল ১১টায় চিতলমারী দলিল লেখক সমিতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে। সভায় উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, দলিল লেখক সমিতির সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খান রবিউল ইসলামসহ গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নি এম/বিভাষ