eibela24.com
শুক্রবার, ০৪, ডিসেম্বর, ২০২০
 

 
ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাও করোনা পজিটিভ
আপডেট: ০৫:৫০ pm ১২-০৭-২০২০
 
 


ভারতের বিখ্যাত বচ্চন পরিবারে এবার করোনা ভাইরাস ভয়াল থাবা বসিয়েছে। দ্বিতীয়বারের পরীক্ষায় ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে আরাধ্যের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। তবে অভিষেক বচ্চনের মা জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে অমিতাব বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা পজিটিভ আসে।

প্রথমবার ঐশ্বর্য ও আরাধ্যা করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও। দ্বিতীয়বার টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বিএমসি’র পক্ষ থেকে এই ধরনের তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রীও একথা টুইট করে জানান। বিএমসি’র কর্মকর্তা বিশ্বাস মোটে বলেন, 'অমিতাভ বচ্চন নিজের বাংলো ছেড়ে বের হননি। তবে অভিষেক ওয়েব সিরিজের ডাবিংয়ের জন্য বের হয়েছিলেন। সে কারণে তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অমিতাভ বচ্চনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতিমধ্যেই বিএমসি থেকে জানানো হয়েছে, অমিতাভের বাংলো 'জলসা' সিল করে দেওয়া হয়েছে। স্যানিটাইজড করা হয়েছে গোটা বাংলো।

নি এম/