eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০২৪
 

 
মিয়ানমারে ভয়াবহ খনি ধস; নিহত শতাধিক
আপডেট: ১০:২৬ pm ০২-০৭-২০২০
 
 


মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের এইচপাকান্ত শহরের একটি জেড পাথরের খনি ধসে কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেক শ্রমিক। 

বৃহস্পতিবার (০২ জুলাই)সকালে এই খনি ধসের ঘটনা ঘটে বলে মিয়ানমার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে খনিটি ধসে পড়ে। এই ঘটনার মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন মিয়ানমার সরকারের মন্ত্রী ইউ টিন সো।

মিয়ানমারের কাচিন অঞ্চলটিতে বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়। দেশটির মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে "স্বর্গের পাথর" হিসেবে আখ্যায়িত করা হয়।

খনি ধসের ঘটনায় কাচিন প্রদেশের ওয়াই খার জেলার প্রশাসক ইউ কিয়ো মিন বলেন, কমপক্ষে ২০০ শ্রমিকের মৃত্যু হতে পারে। আমরা উদ্ধারের কাজ করে যাচ্ছি।

মিয়ানমারে খনি ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরেও খনি ধসে মিয়ানমারে ৫০ জন নিহত হন। এছাড়া ২০১৫ সালে আরেকটি খনি ধসের ঘটনায় মিয়ানমারে ১২০ জন নিহত হয়েছিলেন।

নি এম/