eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০২৪
 

 
ছিন্ন মস্তক কালী মা এর মহিমা! 
আপডেট: ০৯:৩৬ pm ২৮-০৬-২০২০
 
 


মা চন্ডীর আরেক রূপ হল ছিন্ন মস্তক কালী। তান্ত্রিক সাধনায় এই দেবীর অসীম ক্ষমতার অধিকারী। ছিন্ন মস্তক হিন্দু ধর্মের মহা শক্তি নামে পরিচিত।

মাতৃ রূপী দেবীর মধ্যে ছিন্ন মস্তক কালী মায়ের রূপ ভঙ্কর। শাস্ত্র মতে, মৈথুনের সময় অসি দিয়ে নিজের মস্তক ছিন্ন করেন দেহ হইতে। এক হাতে নিজের মুণ্ড ধারণ করেন। অপর হস্তে অসি।কর্তন গলা থেকে তিনটি রুধির ধরা পড়ে। একটি নিজেই পান করে আর দুই ধারা সহ যোগী দু জন পান করে। এক দিকে হত্যাকারী অপর দিকে সৃষ্টিকারী। এই দেবী সবার পাপ নাশকতকারী অপর দিকে সৃষ্টিকারী।

এই দেবী সবার পূজনীয়। প্রতি অমাবস্যায় পূজিত ছিন্ন মস্তক কালী। পশু বলী দেওয়া হয়। শেষ রাতে পূজা হয়।

এক মনে মায়ের পূজা করলে সমস্ত বাঁধা অসুখ বিসুখ জ্বালা যন্ত্রনার থেকে মুক্তি পাওয়া যায়।

নি এম/