eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০২৪
 

 
ভারতীয় প্রোডাক্ট বাজারে নেই? সবই চীনের! সত্যিই কি তাই?
আপডেট: ১২:১২ am ১১-০৬-২০২০
 
 


দেখাই যাক একবার ভারতীয় প্রোডাক্টের তালিকাঃ- 

ভারতীয় ইলেক্ট্রনিক্স:  ভোল্টাস, ভিডিওকন, বিপিএল, ওনিডা, IFB, Orpat, Oscar, Salora, ET&T, T-series, নেলকো, ওয়েস্টন, আপ্ট্রন, কেলট্রন, কসমিক, টিভিএস, গোদরেজ, ব্রাউন, বাজাজ, ঊষা, পোলার, অ্যাঙ্কর , সূর্য্য,  ওরিয়েন্ট, সিন্নি, টুলু, ক্রম্পটন, লয়েডস, ব্লু স্টার, ভোল্টাস, কুল হোম, খৈতান, Eveready, Gee 

ভারতীয় টেলিভিশন:  ওনিডা, ভিডিওকন, মাইক্রোম্যাক্স, টি-সিরিজ, ইনটেক্স, NACSON, Coludwaker, Detel, Weston, Dektron, Adsun, Avoir

ভারতীয় মোবাইল:   মাইক্রোম্যাক্স, Karbonn, Lava, ইনটেক্স, iBall, Celkon, Xolo, LYF, Spice, YU, Videocon, Cero   

ভারতীয় মোবাইল সংযোগ : রিলায়েন্স জিও, বিএসএনএল, আইডিয়া, এয়ারটেল  

ভারতীয় বাইক/মোটোরসাইকেল/স্কুটি/টু হুইলার:  হিরো, বাজাজ, টিভিএস

ভারতীয় গাড়ি:  টাটা, মাহিন্দ্রা, হিন্দুস্তান মোটরস (HMT), মারুতি, Reva,  

ভারতীয় ডেবিট/এটিএম কার্ড:  RuPay  

ভারতীয় কোল্ড ড্রিঙ্কস:  Cocoma, Maa (Apple, Mango, Orange etc.), Chilout, Kalimark Bovonto, রোজ ড্রিঙ্ক (শরবৎ), জলজিরা, ঠান্ডাই, রুহআফজা(হামদর্দ) , রসনা, ফ্রুটি, জাম্পিন, Cavin’s, Amul cool, গোদরেজ জার্সি, ইত্যাদি

ভারতীয় সাবান:  হিমালয়, মইসুর স্যান্ডেল, সিনথল, সন্তুর, মেডিমিক্স, নিম, গোদ্রেজ, পতঞ্জলি (কেশ কান্তি), উইপ্রো, পার্ক এভিনিউ, স্বাতিক, আয়ুর হারবাল, কেশ নিখার, হেয়ার অ্যান্ড কেয়ার, ডাবর ভাটিকা, বাজাজ, নাইল।  

ভারতীয় টুথপেস্ট:  নিম, বাবুল, ভিকো বজ্রদন্তী, ডাবর, এমডিএইচ, বৈদ্যনাথ, গুরুকুল ফার্মাসি, চয়েস, অ্যাঙ্কর, মেসওয়াক, বাবুল, প্রমিস, পতঞ্জলি(দন্ত কান্তি)। 

ভারতীয় টুথব্রাশ:  অজয়, প্রমিস, অজন্তা, রয়েল, ক্লাসিক, ডঃ স্ট্রোক, মনেট।  

ভারতীয় চা ও কফি:   টাটা, ব্রহ্মপুত্র, আসাম, গিরনার, দিব্য পায়ী (পতঞ্জলি),  ইন্ডিয়ান ক্যাফে, M.R., AVT Tea, Narasus Coffee, লিও কফি, গোদরেজ চা ও কফি  

ভারতীয় ব্লেড:  টোপ্যাজ, গ্যালান্ট, সুপারম্যাক্স, লেজার, Esquire, Silver Prince (সিলভার প্রিন্স), প্রিমিয়াম। 

ভারতীয় শেভিং ক্রিম:  পার্ক এভিনিউ, প্রিমিয়াম, ইমামি, বালসারা, গোদ্রেজ, নিভিয়া 

ভারতীয় শ্যাম্পু:  হিমালয়া, নিরমা, ভেলভেট, চিক, নাইল, মীরা, কার্তিকা  
ভারতীয় ট্যালকম পাউডার:  সন্তুর, গোকুল, সিনথল, বোরোপ্লাস, স্পিনজ (কেভিন কেয়ার প্রোডাক্টস) 

ভারতীয় দুধ:  আমুল, আমুল্য, মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারি, স্বদেশী ডেয়ারি,  

ভারতীয় টেক্সটাইল বা কাপড় : রেমন্ড, সিয়ারাম, বম্বে ডাইং, এস কুমারস, মাফাতলাল, গার্ডেন ভারেলি, আমেরিকান সোয়ান, Gini & Jony, Globus, Madame,মন্টি কার্লো ফ্যাশনস লিমিটেড, রিলায়েন্স রিটেইল, RmKV

ভারতীয় জুতো/চপ্পল:  প্যারাগন, লাখানি, Chavda, খাদিমস, শ্রীলেদার্স, VKC Pride, লুনার ফুটওয়্যার,   

ইন্ডিয়ান জিন্স এবং টি-শার্ট:  Spykar, K-lounge

ইন্ডিয়ান গার্মেন্টস:  কেমব্রিজ, পার্ক অ্যাভিনিউ, বোম্বাই ডাইং, Ruf & Tuf, Trigger Jeans,  লাখানি, শ্রীলেদার্স, খাদিম, খাদি, অ্যাকশন  

ভারতীয় ঘড়ি:  টাইটান, এইচএমটি, Prestige, Ajanta, Fasttrack.

ভারতীয় শিশু খাদ্য:   Amul, Sagar, Tapan, Milk Care, Patanjali Power Vita, সিদ্ধ চাল, ফলের রস ইত্যাদি 

ভারতীয় লবণ:  টাটা, অঙ্কুর,  সইন্ধ নমক (পতঞ্জলি), Low Sodium & Iron-45 Ankur, Tata, Surya, Tara. 

ইন্ডিয়ান আইসক্রিম:   আমুল, মেট্রো, মাদার ডেয়ারি, Vadilal , অরুণ আইসক্রিম, Niurla

ইন্ডিয়ান বিস্কুট:  পার্লে, সানফিষ্ট, ব্রিটানিয়া, টাইগার, ইন্ডানা, আমুল, রাজা, বিস্কফার্ম Ravalgaon, Bakemens, Creamica, Shagrila, পতঞ্জলি (আমলা ক্যান্ডি, বেল ক্যান্ডি, আরোগ্য বিস্কুট) ইত্যাদি । 

ইন্ডিয়ান কেচাপ এবং জ্যাম:   ইন্ডানা, প্রিয়া, রসনা, পতঞ্জলি (ফলের জাম, আপেল জাম, মিক্স জাম), হোমমেড সস / কেচাপ। 

ইন্ডিয়ান স্ন্যাকস:  Bikano Namkeen, হলদিরাম, বিকাজি, AOne, গার্ডেন ইত্যাদি 

ভারতীয় মিনারেল ওয়াটার:  বিসলেরি, হোম-সিদ্ধ বিশুদ্ধ জল, গঙ্গা, হিমালয়, রেল নীড়, 

ইন্ডিয়ান টনিক:  ডাবর চ্যবনপ্রাশ, পতঞ্জলি (বদম পাক, চ্যবনপ্রকাশ, অমৃত রসায়ন) নিউট্রামুল

ইন্ডিয়ান তেল:  পরম ঘি, মর্টন ঘি, রাজা ঘি, আমুল,  ঘরোয়া গরুর ঘি, পতঞ্জলি ঘি,

ইন্ডিয়ান ওয়াশিং পাউডার:  টাটা শুদ্ধ, নিমা, কেয়ার, সাহারা, স্বস্তিক, বিমল, হিপোলিন, ফেনা, TSeries, Dr. Det, ঘড়ি, জেন্টিল, উজালা, রানীপাল, নিরমা, চামকো, Dip   

ভারতীয় প্রসাধনী:  নিম, বোরোসিল, আয়ুর ইমামি, ভিকো, বোরোপ্লাস, বোরোলিন, হিমানি গোল্ড, নাইল, ল্যাভেন্ডার, নিভিয়া, Hair & Care, Heavens, গ্লোরি, ভেলভেট(বেবি), ফেয়ারেভার। 

ভারতীয় পেন/কলম:  ক্যামেল, কিংসন, Sharp, Cello, নটরাজ, Ambassador, Linc, Montex, Steek, সংগীতা, Luxor.

ভারতীয় গ্যাসলাইটার:  বাজাজ, স্বস্তিক, অঙ্কুর, প্রেস্টিজ, ক্যাপ্টেন কিং, ইজি স্পার্ক, স্টিল কিং, ইগনাইট ইত্যাদি অজস্র কোম্পানি। 

ইন্ডিয়ান কম্পিউটার এবং ট্যাবলেট:  এইচসিএল, মাইক্রোম্যাক্স, স্পাইস, আই-বল, কার্বন, আমার পিসি, চিরাগ 

ইন্ডিয়ান অনলাইন শপিং:  TataCliq, শুদ্ধস্বদেশী (shuddhswadeshi.in), IndiaPlaza, YeBhi, Myntra, Naaptol, HomeShop18, BookmyShow, makemytrip, Yatra, via, ibibo, cleartrip.

এরকম আরো অসংখ্য প্রোডাক্ট আছে, তাই তালিকাটি অসম্পূর্ণ। আপনি ইচ্ছে করলেই আরও অনেক ভারতীয় প্রোডাক্ট যোগ করতে পারেন। এখন ইচ্ছা আপনার ভারতকে স্বয়ং সম্পূর্ণ ও শক্তিশালী করবেন নাকি চীনকে?

নি এম/