eibela24.com
মঙ্গলবার, ২৯, সেপ্টেম্বর, ২০২০
 

 
মানব দরদী নেতা অ্যাড.আহসান হাবিবের গরীবের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আপডেট: ০৫:৩৮ pm ০২-০৫-২০২০
 
 


টাঙ্গাইল পৌর শহরের ১৫ ও ১৭ নং ওয়ার্ডে এবার প্রায় সাড়ে সাত’শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব। 

গত ২৯ ও ৩০ এপ্রিল এবং ১ মে টানা এই তিনদিন ব্যক্তি উদ্যোগে ওয়ার্ড দুটির কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোকে এ সহায়তা প্রদান করা হয়। 

এ প্রসঙ্গে অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব বলেন, বিশ্ব মহামারীর এই ক্লান্তিলগ্নে নিজ এলাকা ও টাঙ্গাইল পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের ধোপাপাড়া আর সুতার পাড়াস্থ কর্মহীন হয়ে পড়া ১৭০টি হিন্দু পরিবারসহ ১৭ নং ওয়ার্ডের আরো ৪৭০টি পরিবারকে টানা তিনদিন এই খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। এর মধ্যে গত ২৯ ও ৩০ এপ্রিল প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, আধা কেজি ডাল, আধা কেজি তেল আর একটি করে সাবান দেয়া হয়। এর মধ্যে শুধু ১১০টি হিন্দু পরিবারকে ৫ কেজি চাল আর ১ কেজি আলু দেয়া হয়। এছাড়াও নিজ বাসভবন থেকে আর পরিবারগুলোর সামাজিক মর্যাদা রক্ষায় রাতে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে বলেও জানান তিনি।

নি এম/