eibela24.com
শুক্রবার, ২৩, অক্টোবর, ২০২০
 

 
করোনা মোকাবেলায় বিয়ের অনুষ্ঠানের টাকা দান করেছেন পূজা
আপডেট: ১১:৩৮ pm ১৮-০৪-২০২০
 
 


লকডাউনের মধ্যে দীর্ঘদিনের বন্ধু কুণাল বর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কলকতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যদিও বিয়ের কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি এই জুটি।

করোনা এবং লকডাউনের জেরে বিয়ের সব অনুষ্ঠান বাতিল করেছেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মা। এখন শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের জন্য জমানো টাকা করোনা মোকাবেলায় দান করেছেন তারা।

করনোয় যে সব মানুষ লড়াই করছেন তাদের কুর্ণিশ জানানোর পাশাপাশি যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। আর করোনা আক্রান্তদের লড়াইকে জোরদার করতেই তারা এই অর্থ দানের সিদ্ধান্ত নেন।

পূজা জানিয়েছেন, তাদের ঘনিষ্ঠরা কলকাতায় রয়েছেন কেউ কেউ, বিদেশেও রয়েছেন অনেকে। ফলে এই মুহূর্তে কোনোভাবেই অনুষ্ঠান করা সম্ভব নয়।

তিনি বলেন, করোনা শেষ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। তাই এই মুহূর্তে বিয়ের অনুষ্ঠানের চেয়ে মারণ ভাইরাসের সঙ্গে লড়াই অনেক বেশি জরুরি বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

সূএ: জি নিউজ

নি এম/