eibela24.com
বুধবার, ২৮, অক্টোবর, ২০২০
 

 
ঠিক ভাবে সিঁদুর না পরলে ঘোর অমঙ্গল হয় স্বামীর: হিন্দু শাস্ত্র
আপডেট: ০২:৪১ pm ০৪-০১-২০২০
 
 


হিন্দু শাস্ত্র অনুযায়ি বিবাহিত নারীদের জন্য সিঁদুর পরার গুরুত্ব অপরিসীম৷ পৃথিবীর যে কোন প্রান্তই হোক সেখানেই বিবাহিত হিন্দু নারীদের মধ্যে এই সিঁদুর পড়ার রীতি বহুল প্রচলিত৷

তবে সিঁদুর কখনই যে কোনও রকমভাবে পরলেই হয় না৷ বহু বিবাহিত নারীরাই জানেন না ঠিক কীভাবে সিঁদুর পরা উচিত৷ আর এরই জেরে স্বামীর মঙ্গলের বদলে আরও খারাপ ফল হতে পারে এমনটা নাকি বলা হয়েছে হিন্দু শাস্ত্রে৷ 

হিন্দু শাস্ত্র অনুযায়ি কখনই মাথার এককোণে সিঁদুর পরা উচিত নয়৷ যখন মহিলারা এভাবে সিঁদুর ব্যবহার করেন তখন তাঁদের স্বামী তাঁদের থেকে দূরে চলে যান৷ আসলে স্বামীর দীর্ঘজীবন কামনা করে সিঁদুর পরেন নারীরা৷

তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে শান্তি পাওয়া যায়৷ মধ্যমা আঙুল দিয়ে পরলে আয়ু বৃদ্ধি পায়৷ মাথার এক কোণে চিলতে করে সিঁদুর দিলে স্বামী ও স্ত্রী-র সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়৷ 

মাথায় সিঁথির মাঝ বরাবর করে সেখানেই সিঁদুর পরলে তবেই এর ফল পুরোপুরি পাওয়া যায় এমনটাই মত শাস্ত্রের৷ 

নিজের সিঁদুর কৌটো থেকে কখনই সিঁদুর কাউকে দেওয়া উচিত নয়৷ এতে নিজের সৌভাগ্য ভাগ হয়ে যায়৷ কাউকে কখনও সিঁদুর দিতে হলে নতুন সিঁদুরের কৌটো দেওয়া উচিত৷ 

এখনকার নারীরা সিঁদুর ছাড়া কখনও লিপস্টিক দিয়ে কখনও আরও অন্য প্রসাধনীকে সিঁদুরের মতো ব্যবহার করেন৷ তা অবশ্য করা উচিত নয়৷ 

নি এম/