eibela24.com
শনিবার, ২৪, জুলাই, ২০২১
 

 
সানার পোস্টটি সত্যি নয় : সৌরভ গাঙ্গুলী
আপডেট: ০৮:১৭ pm ১৯-১২-২০১৯
 
 


ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানার ইনস্টাগ্রামে একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তার পোস্ট পড়ে অনেকে মনে করছে সানা ভারতের বর্তমান অস্থির অবস্থার দিকে আঙ্গুল তুলতে চেয়েছেন।

মূলত গত মঙ্গলবার ১৮ বছর বয়সী সানা তার ইনস্টাগ্রামে খুশবন্ত সিং এর বই 'দ্য এন্ড অফ ইন্ডিয়া' একটি অংশ শেয়ার করেন। আর একে অনেকে সিএএ- এর বিরোধিতা বলে মনে করেন।

তবে বুধবার বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলী সম্পূর্ণ বিষয়টিকে নাকচ করেন। নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে তার মেয়ে পোস্ট করেছে এ বিষয়টিকে তিনি 'অসত্য' বলে আখ্যা দিয়েছেন।

টুইটারে টুইট করে তিনি জানান, রাজনীতি সম্পর্কে কিছুই জানার বয়স হয়নি তার মেয়ের। সুতরাং এ বিষয় থেকে তাকে দূরে রাখাই ভালো।

নি এম/