eibela24.com
শুক্রবার, ০৪, ডিসেম্বর, ২০২০
 

 
বোরহানউদ্দিনের কালির হাটে চলছে নামযজ্ঞ অনুষ্টান 
আপডেট: ০১:১১ am ১৮-০৪-২০১৬
 
 


ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া কালির হাট বাজারে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও কালী মন্দির প্রাঙ্গনে চলছে ৩দিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্টান । গত ৪ বৈশাখ রবিবার ভোর রাতে মহানাম শুরু হয়।

আগামীকাল মঙ্গলবার মহোৎসবের মধ্য দিয়ে শেষ হবে। অনুষ্টানে নাম সুধাচ্ছেন ভোলার বৈষ্ণব নারায়ন সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রী বৃন্দাবন সম্প্রদায়, গোপালগঞ্জের মা সুভদা সম্প্রদায় , ভোলার শিব মন্দির সম্প্রদায়, ফরিদপুরের যুগল কিশোর সম্প্রদায়, ভোলার মা রাজলক্ষী সম্প্রদায়।

প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ মহা হরিনাম শুনতে সমবেত হচ্ছেন। ভক্তবৃন্দের জন্য মহা প্রসাদের ব্যবস্থা রেখে মন্দির কমিটি ।

 

এইবেলা ডটকম/ইন্দ্রজীৎ/এডি