eibela24.com
শুক্রবার, ০৪, ডিসেম্বর, ২০২০
 

 
মেহেন্দিগঞ্জে শ্যালক-দুলাভাই গ্রেফতার
আপডেট: ০৭:২৮ am ১৭-০৪-২০১৬
 
 


বরিশাল প্রতিনিধি: ডাকাতি মামলার আসামি শ্যালক ও দুলাভাইকে গ্রেফতারের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি জেলার মেহেন্দিগঞ্জ পৌর এলাকার খরকী মহল্লার।

শনিবার রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সহায়তায় খরকী মহল্লার দুলাল ঢালীর ঘরে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা শ্যালক বাপ্পী (২২) ও দুলাভাই পিন্টুকে (৪৫) গ্রেফতার করে।

গত ৬ মার্চ নগরীতে সংঘঠিত একটি ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত এক ডাকাতের স্বীকারোক্তির ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত শ্যালক ও দুলাভাইকে গ্রেফতার করা হয়।

এইবেলা ডটকম/কল্যান/এমকে/এসজি