গৌরনদী (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে দুর্বৃত্তরা ৫০ খানা পান বরজের কয়েক লক্ষ পান লতা কেটে ফেলেছে। যার ক্ষতির পরিমান দেড় লক্ষ টাকা।
এ ঘটনায় পান বরজের মালিক জাকির হোসেন মীরা শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পানচাষী জাকির হোসেন মীরা জানান, বেজগাতি-মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে ৫ পূর্বে ১ শত ৫০ খানা পানের বরজ নির্মাণ করে চাষাবাস করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ দুর্বৃত্তরা শুক্রবার রাতে পান বরজের মধ্যে প্রবেশ করে ৫০ খানা বরজের কয়েক লক্ষ পান লতা কেটে ফেলে। জাকির হোসেন শেষ সম্বল হারিয়ে পাগল প্রায়।
প্রসঙ্গ, গত ১২ এপ্রিল রাতে জাকিরের বসত ঘরের সম্মুখে রাখা পান বরজের ঝাঁটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এইবেলা ডটকম/ বিশ্বজিত/ইআ/এসজি