eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
শপথ না নেওয়ায় ফখরুলের শূন্য আসনে নির্বাচনে অংশ নেবে বিএনপি
আপডেট: ১১:৩৬ am ১৪-০৫-২০১৯
 
 


মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের নির্বাচনে অংশ নেবে বিএনপি। একই সঙ্গে জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন দেবে দলটি। 

সোমবার সন্ধ্যায় ২০-দলীয় জোটের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের এ কথা জানিয়েছেন।

২০ দলের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সংরক্ষিত নারী আসন এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে বৈঠকে আমাদের জানানো হয়েছে।’

বিএনপির পাঁচজন সাংসদ শপথ নিলেও মির্জা ফখরুল ইসলাম শপথ নেননি। আগামী ২৪ জুন তাঁর আসনে (বগুড়া-৬) নির্বাচন হবে। 

জানা গেছে, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখনো প্রার্থী ঠিক করেনি। সংরক্ষিত আসনের প্রার্থীও চূড়ান্ত হয়নি।

নি এম/