eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
হুমকির মুখে সমুদ্র সৈকতের জীববৈচিত্র্য...
আপডেট: ১১:৩০ am ১৬-০২-২০১৯
 
 


প্রশাসনের দুর্বল ব্যবস্থাপনায় কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ বিপন্ন হওয়ার পথে। সৈকতের বালিয়াড়ি ঘেষে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে হোটেল-মোটেল সহ অসংখ্য হ্যাচারী। যার বর্জ্যে সাগরে মিশে দুষিত হচ্ছে সৈকতের ইকোলজি ও জীববৈচিত্র্য।  এর মধ্যে সমুদ্র সৈকতের পরিবেশ ধ্বংস করে ও জীব-প্রকৃতি হত্যা করে চলা শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত করা শতাধিক এনজিওর গাড়ি।  আর বালিয়াড়িতে এসব যান চলাচলের ফলে মারা পড়ছে হাজার হাজার লাল কাকড়া ও ডিম পাড়তে আসা কাছিশ। সেই সাথে ধ্বংস হচ্ছে সৈকতের বিরল কলমি লতাসহ সামুদ্রিক জীব বৈচিত্র।

নি এম/চঞ্চল