eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
কুয়েতের দীর্ঘতম জাতীয় পতাকা, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
আপডেট: ১১:২২ am ১৬-০২-২০১৯
 
 


আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েতের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশটি নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করার জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 

দক্ষিণ-পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে, ইরাক এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত কুয়েত এবার দীর্ঘতম পতাকা তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

 

গত ১০ই ফেব্রুয়ারি ২০১৯ মিটারের দীর্ঘতম কুয়েতের জাতীয় পতাকা ৪০০০ হাজারেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়েতের বর্তমান মহামান্য আমির শেখ সাবাহ্‌ আল-আহ্‌মেদ আল-জাবের আল-সাবাহ্‌ কুয়েতের রাষ্ট্রক্ষমতায় আমির হিসেবে অধিষ্ঠিত হওয়ার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫৮তম স্বাধীনতা ও ২৮তম জাতীয় দিবসকে সামনে রেখেই কুয়েত সরকার দীর্ঘতম জাতীয় পতাকা প্রদর্শন করেছে। 

কুয়েতের মোবারক আল-কবির প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান মন্‌সুর আল-দেহানি জানান, বিশ্ব ইতিহাসে দীর্ঘতম জাতীয় পতাকা তৈরি করতে স্থানীয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, নতুন এই ইতিহাস গড়ার ক্ষেত্রে কুয়েতের ছাত্র-ছাত্রী, তাদের অভিবাবকসহ স্থানীয় নাগরিকরা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবেন।

নি এম/জুবেদ