eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
গোপালগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
আপডেট: ০৩:৪০ pm ২৩-০১-২০১৯
 
 


গোপালগঞ্জে ২২ পিচ ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হল, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পূর্ব লওখন্ডা গ্রামের পান্নু শেখের ছেলে হাবিল শেখ (৪২) ও বড় ভাটারা গ্রামের মৃত হোসেন শেখের ছেলে লেবু শেখ (৪০)। 

মঙ্গলবার রাত ১০টার দিকে বামনডাঙ্গা শরীফপাড়া মোড় থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। 
 
সিঁন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আইসি মহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃতদের দেহ তল্লাশী করে ২২ পিচ ইয়াবা পাওয়া গেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

নি এম/হেমন্ত