eibela24.com
সোমবার, ১৭, জুন, ২০১৯
 

 
যুক্তরাষ্ট্রে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৩১, নিখোঁজ ২ শতাধিক
আপডেট: ০৩:২৭ pm ১২-১১-২০১৮
 
 


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, এই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ২ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। 

ক্যালিফোর্নিয়ার কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্যারাডাইস শহরের ধ্বংসস্তূপ থেকে রবিবার আরও ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে নিহতের সংখ্যা হলো ২৯। দক্ষিণাঞ্চলের মালিবু শহরের কাছেও আরও দু'জনের মৃত্যু হয়েছে। 
 
তারা জানান, আড়াই লাখ মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন। উদ্ধারকাজ চালাতে গিয়ে দমকল বাহিনীর তিন কর্মী আহত হয়েছেন।সূএ: বিবিসি

নি এম/