eibela24.com
শুক্রবার, ২৪, মে, ২০১৯
 

 
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৫৬তম জন্মদিন আজ
আপডেট: ১০:১১ am ৩০-০৯-২০১৮
 
 


আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৫৬তম জন্মদিন। প্রতিবারের মতো এবারের জন্মদিনটাও ব্যস্ততার মধ্যে কাটবে বুম্বাদার। সামনে-পিছনে থাকবে অনেক অনুষ্ঠান। থাকবে প্রিয়জনদের ভালোবাসা ও দর্শকদের শুভেচ্ছা। 

পোসেনজিৎ থেকে প্রসেনজিৎ হয়ে ওঠার জার্নিটা প্রায় ৩৮টা বছরের। শুরুটা হয়েছিল শিশু শিল্পী হিসেবে। ঋষিকেশ মুখার্জির ছবি ছোট্টো জিজ্ঞেসা দিয়ে। পীযূষ বসুর দুই পৃথিবী ছবিতে উত্তম কুমারের ছোটোবেলার ভূমিকায় অভিনয় করেন। একে একে ছবির সংখ্যা যেমন বাড়তে বাড়তে থাকে, তেমনই তিনি হয়ে ওঠেন সবার প্রিয় প্রসেনজিৎ। এরপরই আটের দশকে অমরসঙ্গী ব্লকবাস্টার হিট। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

তবে শুধু কমার্শিয়াল ছবিই নয়, উনিশে এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, সব চরিত্র কাল্পনিক-এর মতো ছবির মাধ্যমেও দর্শকের কাছে পৌঁছে গেছিলেন তিনি। বেশকিছু হিন্দি ছবিতেও কাজ করেন। এবার মুক্তি পাচ্ছে তাঁর ছবি কিশোর কুমার জুনিয়র।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন প্রসেনজিৎ। প্রথম ছবি প্রযোজনা করেছিলেন বাপি বাড়ি যা। বেঙ্গলি ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কালাকার অ্যাওয়ার্ড সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন প্রসেনজিৎ। দোসরের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর ছবি শঙ্খচিলও জাতীয় পুরস্কার পায়। 

এছাড়া চলতি বছর বাবা-ছেলের সম্পর্ক নিয়ে তৈরি ময়ূরাক্ষীও বেশ কিছু পুরস্কার পেয়েছে। সেরা বাংলা ফিচার ছবির পুরস্কারও জিতেছে ছবিটি।

নি এম/