eibela24.com
রবিবার, ১৬, জুন, ২০১৯
 

 
এবার মমতার বিরুদ্ধে মুখ খুললেন মোদী
আপডেট: ১০:৩৩ am ১৩-০৮-২০১৮
 
 


আসামের জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কড়া সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গণতন্ত্র আর জনগণের ওপর আস্থা হারিয়েছেন তিনি।

অসমের পর কি এবার কোন রাজ্যের পালা ? কোন রাজ্যে এনআরসি তালিকা প্রকাশ করা হবে ? জাতীয় নাগরিকপঞ্জী তালিকায় স্থান না পাওয়া নাগরিকদের ভবিষ্যত কি হবে ? সেই নিয়েই চাপানোতর তুঙ্গে। এই বিতর্কের মাঝেই এনআরসি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, এনআরসি তালিকায় একজন ভারতবাসীর নামও বাদ পড়বে না।

গত ৩০ জুলাই প্রকাশিত হয়েছে আসামের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। তাতে বাদ পড়েছেন প্রায় ৪০ লক্ষ অসমবাসী। আর তার পর থেকে এই এনআরসির বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব আসামের প্রতিবেশী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিএ তথা মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন তিনি। এমনকি এই তালিকার ফলে ‘গৃহযুদ্ধ’ বা ‘রক্তস্নান’-এর আশঙ্কাও প্রকাশ করেছিলেন মমতা।
 
প্রধানমন্ত্রী এতদিন বিষয়টিতে নীরব ছিলেন। অবশেষে শনিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আক্রমণের নিশানা করলেন সবচেয়ে সরব সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই। মমতার নাম না করেও মোদী বলেন, ‘যারা নিজেদের প্রতি আস্থা হারিয়েছেন, জনসমর্থন হারানোর ভয় করছেন এবং যাদের গণতন্ত্র ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থা নেই, তারাই এই ধরনের মন্তব্য করতে পারেন। গৃহযুদ্ধ, রক্তস্নান এর মতো শব্দ তারাই ব্যবহার করতে পারেন, যারা ভারতের নাড়ির স্পন্দন থেকে বিচ্ছিন্ন।’
 
প্রায় একই দাঁড়িপাল্লায় ফেলে কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। বলেন, এনআরসি রাজনীতির জন্য নয়, সাধারণ মানুষের জন্য। কিন্তু সেটা নিয়ে কেউ রাজনীতি করলে তা দুর্ভাগ্যজনক। কংগ্রেস এবং তৃণমূল সেটাই করছে। কয়েক দশক ধরে কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্নটি জিইয়ে রেখেছে।
 
নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশের পর থেকেই বাদ পড়া ৪০ লক্ষ আসামবাসী উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। 

নি এম/