eibela24.com
মঙ্গলবার, ১৬, জুলাই, ২০১৯
 

 
বয়স ধরে রাখার ওষুধ আবিষ্কার
আপডেট: ০৩:৩০ pm ১৭-০৫-২০১৮
 
 


আচ্ছা নিজের বয়স যদি কমানো যেত তবে ব্যাপারটি কেমন হতো। অনেকে বলবেন বয়স কমানো কি সম্ভব! কিন্তু সেই অসাধ্য সাধনের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তারা নাকি বয়স কমাতে সক্ষম এমন ওষুধ আবিষ্কার করেছেন।কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ক্যানসার ও বয়স গবেষণা কার্যক্রমের আওতায় বয়স বিরোধী বা বয়স ধরে রাখার ওষুধ আবিষ্কার করেছেন তারা। নতুন এ ওষুধের ফলে বদলে যেতে পারে মানুষের বেঁচে থাকার ও মৃত্যুর ধরন। এমনটিই বলছেন অস্ট্রেলীয় গবেষকেরা।

সোমবার (১৪ মে) গবেষণা দলের প্রধান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কেন ও ব্রায়েন নতুন এ আবিষ্কারের কথা জানান। তিনি বলেন, প্রাথমিক যে ফর্মুলাটি পেয়েছি এতে ৬০ বছর বয়সী দেহের কোষকে ৪০ বছর বয়সী করে ফেলা যাবে। আবিষ্কৃত এ ওষুধের মাধ্যমে ডিএনএ-এর পরিবর্তন রোধ করা সম্ভব হবে। এতে ক্যানসার, হৃদ্‌রোগ, কোলেস্টেরল ও বাতের মতো ডিএনএ পরিবর্তনজনিত রোগও প্রতিরোধ করা সম্ভব।

শিগগিরই এ ওষুধ তৈরি করা শুরু হবে। আগামী বছর নাগাদ ওষুধটি মানুষের ওপর পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। সূত্র: ৭ নিউজ

নি এম/