eibela24.com
বৃহস্পতিবার, ২৪, জানুয়ারি, ২০১৯
 

 
৬৯-এ তৃতীয়বারের মতো বাবা হচ্ছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
আপডেট: ০১:৪১ pm ১১-১০-২০১৭
 
 


ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ৬৯- এ এসে তৃতীয়বারের মতো বাবা হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে তার সন্তান পৃথিবীর আলো দেখবে।

২০০৯ সালে লেখিকা জেনি হাওকিকে বিয়ে করেন নিনিস্তো। এটি হাওকির প্রথম সন্তান। হাওকি ও নিনিস্তো যৌথ বিবৃতিতে জানান, দীর্ঘ সময় ধরে আমরা একটি সন্তান চাইছিলাম। দীর্ঘ সময় আমাদের নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে আপনাদের সুসংবাদটি দিতে পারছি।

১৯৭৪ সালে মারজা-লীনাকে বিয়ে করেছিলেন ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট নিনিস্তো। ১৯৯৫ সালে মারজা-লীনা এক সড়ক দুর্ঘটনায় মারা যান। নিনিস্তোর প্রথম দুটি সন্তানের মা মারজা-লীনা। সূত্র : রয়টার্স

নি এম/