খুলনার দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনছুর আলী খানের নির্দেশে বুধবার (১০ জুন) দুপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দুলাল কৃষ্ণ বিশ্বাসের বসতবাড়িতে ভাংচূর ও হামলা করে একদল সন্ত্রাসী!
তখন বাড়ি দখল ও ভাংচূরে বাঁধা দিলে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী মীনা রানী বিশ্বাসকে হামলাকারীরা ধাক্কা মেরে ফেলে দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
উল্লেখ্য, দুলাল কৃষ্ণ বিশ্বাস ও মীনা রানী বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস দাকোপ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক! পল্লব বিশ্বাস চার দলীয় ঐক্যজোট সরকারের সময় খুলনা আওয়ামীলীগ অফিস চত্ত্বরে বোমা হামলায় আহত হন।
বি.দ্রঃ বাবা একজন মুক্তিযোদ্ধা, ছেলে আওয়ামীলীগ দল করে বিরোধী দলের সন্ত্রাসীদের কালো থাবার শিকার। স্বাধীনতার স্বপক্ষের ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী ও নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায়, সেসময় যদি জাতীর শ্রেষ্ঠ সন্তানেরা সন্ত্রাসী কর্তৃক আক্রমণিত হয় এবং তাদের বাড়িঘর বেদখল হয়ে যায় এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে?
নি এম/