বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখা। ২০ বছর পর মঞ্চ মাতাবেন তিনি। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অনুষ্ঠানে পারফর্ম করবেন রেখা।
বুধবার ১৯তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অভিনেতা বরুণ ধাওয়ান। সংবাদসম্মেলনের মঞ্চে অভিনেত্রী রেখাকে আমন্ত্রণ জানান এ অভিনেতা।
২০১৮ সালের আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে দেখা যেতে চলেছে অভিনেত্রী রেখার পারফরম্যান্স। ৬৩ বছরের রেখা নাচের তালে ফের একবার মাততে চলেছেন তাঁর গুণমুগ্ধরা।
বড়পর্দা হোক বা নামজাদা অ্যাওয়ার্ড শো এর স্টেজ। একটা সময় ছিল, যখন এই ডিভাকে ছাড়া যেকোনও পারফরম্যান্সই ছিল অসম্পূর্ণ, ফিকে! কিন্তু, গত দু'দশক পুরোদস্তুর ডান্স অ্যাক্ট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন রেখা। এতদিনে সেই অপেক্ষার অবসান। ব্যাংককে ১৯তম আইফা অ্যাওয়ার্ডসে দর্শক সাক্ষী হবে সেই আইকনিক মুহূর্তের... মঞ্চে নাচে মত্ত তেষট্টি বছরের তরুণী!
আইফার প্রেস মিটে বরুণ রেখার পারফরম্যান্সের কথা জানালেও কোন কোন গানে পারফর্ম করবেন 'মিস্ট্রি গার্ল' তা খোলসা করেননি। ২২ থেকে ২৪ জুন ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ডস। শো হোস্ট করবেন করণ জোহর ও রীতেশ দেশমুখ। এবারের মূল আকর্ষণ রেখার পারফরম্যান্স।
রেখা ছাড়াও এবছরে আইফার মঞ্চে দেখা যাবে একাধিক তারকাকে। অর্জুন কাপুর থেকে শ্রদ্ধা কাপুর, শাহিদ কাপুর, রণবীর কাপুরকে পারফর্ম করতে দেখা যাবে আইফার মঞ্চে। এবছরে পারফর্ম করবেন বরউণ ধওয়ান ও ববি দেওলও। আইপার মঞ্চে নাচের তালে সকলকে মাত করতে চলেছেন সালমানের বান্ধবী লুলিয়া ভন্তুরও।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|